৩ পুলিশ কর্মকর্তার সংযুক্তি বাতিল চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর

১ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৯:২৯ সময়
Share Tweet Pin it
[৩ পুলিশ কর্মকর্তার সংযুক্তি বাতিল চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর]

জুলাই গণ-অভ্যুত্থানে নির্বিচারে গুলি, ছাত্র-জনতার ওপর নৃশংস হামলা ও নির্যাতনের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ তুলে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলী হয়ে আসা দুই পুলিশ কর্মকর্তা এবং ডিআইজি অফিসে আসা আরেক অতিরিক্ত ডিআইজির সংযুক্তি বাতিল করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখা।

শনিবার রাত পৌনে ৮টার দিকে স্থানীয় সুমি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলে তারা। 

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে রাজধানীর মতিঝিল এলাকায় মূল দায়িপ্রাপ্ত ছিলেন এডিসি গোবিন্দ চন্দ্র। তিনি গণ-অভ্যুত্থানে ওই এলাকায় ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা-নির্যাতন চালিয়েছেন, রক্তাক্ত করেছেন।নৃশংস হামলা চালানো এই কর্মকর্তাকে রংপুর মেট্রোতে বদলি করা হয়েছে। আরেক পুলিশ কর্মকর্তা মোন্তাসির বিল্লাহ ছাত্রলীগ করতেন। তিনিও এই অভ্যুত্থানে হামলা-নির্যাতনে অংশ নিয়েছেন। তাকেও রংপুরে বদলি করা হয়েছে।আমরা এই দুই কর্মকর্তাকে রংপুরে সংযুক্তি বাতিল করতে আহ্বান জানিয়েছিলাম, কিন্তু তা করা হয়নি। আমরা অনতিবিলম্বে তাদের সংযুক্তি বাতিল চাই।’

 

ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, ‘শুধু ওই দুই কর্মকর্তাই নন, রংপুর ডিআইজি অফিসে মাসুদ আহমেদ নামে আরেক অতিরিক্ত ডিআইজি আছেন; তিনিও ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছেন। তাকেও এখান থেকে সরাতে হবে।

ইমতিয়াজ উষ্মা প্রকাশ করে বলেন, ‘রংপুর যেন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অবিলম্বে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে অভিযুক্ত এই কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

এ সময় যুগ্ম আহ্বায়ক মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির, সদস্য সচীব রহমত আলী, মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, যুগ্ম সদস্য সচীব রাজিমুজ্জামান হৃদয়সহ অনেকে উপস্থিত ছিলেন।