রংপুর জেলা ডিবি'র অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক কারবারি আটক

১ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৯:৫০ সময়
Share Tweet Pin it
[রংপুর জেলা ডিবি'র অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক কারবারি আটক]

১ ফেব্রুয়ারি   রংপুর জেলা ডিবি'র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবু মোঃ সিদ্দিকুজ্জামান এর নেতৃত্বে এসআই/ সিব্বির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গংগাচড়া থানাধীন গংগাচড়া ইউনিয়নের চ্যাংমারী মৌজাস্থ বালারঘাট বাজার টু চ্যাংমারী বাজারগামী খাড়ারভাজ ব্রীজের উপর কালীগঞ্জের দিক থেকে আসা একটি পুরাতন Apache RTR 150cc মোটরসাইকেল বিধি মোতাবেক আটক পূর্বক অভিযুক্ত চালক মোঃ আশিক মিয়া (২৪), পিতা- মোঃ তহিদুল ইসলাম, সাং-লহনী (ওয়ার্ড-৪), ইউপি-৩নং পায়রাবন্দ, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর এর দেখানো মতে মোটরসাইকেলের বসার সীটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১৫ (পনেরো) বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করেন। অতঃপর অভিযুক্তকে ধৃত করে জব্দকৃত মালামালসহ থানায় এসে মামলার এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক মামলা রুজু করা হয়।