কর্মী সম্মেলনের মাধ্যমে রংপুর মহানগর যুবদলের আওতাধীন ২৩ নং ওয়ার্ড শাখার ৬ সদস্যের কমিটি গঠিত হয়েছে। এতে মেহেদী হাসান রাসেল সভাপতি,
ইমতিয়াজ আহমেদ মিঠু সিনিয়র সহ সভাপতি , ফজলুল হক ফজল সাধারণ সম্পাদক, মেরাজ হোসেন জনি ও
আরশাদুল ইসলাম রিশাদ যুগ্ম সাধারণ সম্পাদক এবং শহিদ হোসেন মিন্টু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। শুক্রবার রাতে জুম্মাপাড়া আলহেরা স্কুল মাঠে অনুষ্ঠিত এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের
সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন। ২৩ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আভাস হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খোকন ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর যুবদলের যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম মিঠু, ওয়াহেদ মুরাদ, সদস্য রেজাউল ইসলাম রাবু, মামুন পারভেজ, সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, তৌহিদুল ইসলাম মুসা, খোরশেদ আলম, আল মেরাজ সানি, ফারুক রাফি সহ প্রমুখ। পরে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।