ব্রাজিল দূতাবাসের সাথে রংপুর চেম্বার নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত

১৮ জানুয়ারী ২০২৫, দুপুর ৪:৩৭ সময়
Share Tweet Pin it

১৮ জানুয়ারি ২০২৫ইং, রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিতব্য 'মেইড ইন বাংলাদেশ প্রদর্শনী ২০২৫’ উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ আকবর আলীর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন লিওনার্দো ডি অলিভেরা জানুজ্জি। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক ইমরান চৌধুরী।
সভার শুরুতে রংপুর চেম্বারের সভাপতি মোঃ আকবর আলী বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, সম্ভাব্য খাতসমূহ চিহ্নিতকরণ, বাণিজ্য বাধা দূরীকরণ, মসৃণ বাণিজ্য লেনদেনের সহজতর উপায় অন্বেষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার জন্য ব্রাজিল দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া তিনি ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে আগামী ১৫ থেকে ১৮ জুন, ২০২৫ ব্রাজিলের সাও পাওলোতে প্রথমবারের মতো 'মেড ইন বাংলাদেশ প্রদর্শনী-২০২৫' আয়োজন করা হয়েছে- যা বাংলাদেশের রফতানিযোগ্য পণ্যের প্রচার, বাজার বৈচিত্র্যকরণ, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার এবং ল্যাটিন আমেরিকায়, বিশেষ করে ব্রাজিলে বাণিজ্য নেটওয়ার্কিং সহজতর করবে বলে মনে করেন। তাই তিনি রংপুরের শিল্পপতি-ব্যবসায়ী ও আমদানি-রফতানিকারকদের এই এক্সপো-তে অংশগ্রহণের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন লিওনার্দো ডি অলিভেরা জানুজ্জি বলেন, বাংলাদেশ থেকে ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা, পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, হ্যান্ডি ক্রাফটস, খাদ্য ও কৃষিপণ্য রপ্তানির বিশাল সুযোগ রয়েছে। আর ব্রাজিল থেকে প্রাণিজ আমিষ, ইথানল, অপরিশোধিত চিনি, গো-মাংস, তুলা, মূলধনি যন্ত্রপাতি, কেমিক্যাল ও ভেজিটেবল অয়েলসহ নিত্যপণ্য আমদানির বিশাল সুযোগ রয়েছে। তাই তিনি দুই দেশের বাণিজ্য সম্ভাবনাকে লাগানোর জন্য রংপুর বিভাগের ব্যবসায়ীদেরকে এক্সপো-তে অংশগ্রহণের আহ্বান জানান।
মত বিনিময় সভায় রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, শিল্পপতি ও ব্যবসায়ীবৃন্দ, আমদানি-রপ্তানিকারকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।