পঞ্চগড়ে বেড়েছে শীত

২ জানুয়ারী ২০২৫, দুপুর ১০:১৪ সময়
Share Tweet Pin it

পঞ্চগড়ে বেড়েছে শীত

সারা দেশের মতো উত্তরের জেলা পঞ্চগড়ে কমছে দিনের ও রাতের তাপমাত্রার ব্যবধান। বুধবার (১ জানুয়ারি) থেকে সূর্যের মুখ দেখা না দেওয়ায় অনুভূত হচ্ছে কনকনে শীত। অব্যাহত পাহাড়ি হিম বাতাসের ঠান্ডায় বিপাকে পড়েছে জেলার নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বুধবার (১ জানুয়ারি) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সরেজমিনে দেখা গেছে, কুয়াশা কম থাকলেও ঠান্ডার তীব্রতার কারণে বেলা বাড়লেও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। এদিকে ঠান্ডার কারণে সময় মতো কাজে যেতে পারছেন না জেলার নিম্নআয়ের সাধারণ মানুষজন।