ঠাকুরগাঁওয়ে ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল
২ জানুয়ারী ২০২৫, দুপুর ১০:১৫ সময়
ঠাকুরগাঁওয়ে ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল
ইংরেজি নতুন বছরের প্রথম দিনে ঠাকুরগাঁও সদর উপজেলায় ঐতিহ্যবাহী সালন্দর চাষি ক্লাবের উদ্যোগে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়ভাবে ঐতিহ্যমণ্ডিত ঘোড় দৌড় দেখতে ঢল নামে মানুষের।
বুধবার (১ জানুয়ারি) বিকালে উপজেলার সালন্দর ইউনিয়নের বিলপাড়া মাঠে এ ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়। গত বছরও জানুয়ারির প্রথম দিনে এই ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
ঘোড় দৌড় প্রতিযোগিতায় সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান ও চাষি ক্লাবের প্রধান উপদেষ্টা মো. ফজলে এলাহী মুকুট চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারগুন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. পয়গাম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম মাওলা চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।