এদেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি: ধর্ম উপদেষ্টা

৩১ ডিসেম্বর ২০২৪, বিকাল ৭:৩৮ সময়
Share Tweet Pin it

এদেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি: ধর্ম উপদেষ্টা

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ঐক্যই শান্তি, ঐক্যই শক্তি। বাংলাদেশ আমাদের সবার, সব ধর্ম, জাতি, বর্ণ সবাই বাস করি, দেশকে ভালোবাসি। সবাই বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে বসবাস করি। রাষ্ট্র স্থিতিশীল, সরকার পরিবর্তনশীল। এদেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি। আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ছলে বলে কৌশলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে জোর করে চেয়ার দখল করে বসেছিল। জনগণকে ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত করেছিল। সেই সুযোগ আর দেওয়া হবে না। এবার সবাই দিনের আলোতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। ইমাম ও মুয়াজ্জিনদের বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যান্য চাকরির মতো ইমাম-মুয়াজ্জিনকে সম্মানিত করা হবে। ট্রাস্টিবোর্ডের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হবে। শুধু তাদের না, অন্যান্য ধর্মাবলম্বী নির্দেশক ব্যক্তিদের জন্যও এভাবে সম্মান দেওয়ার ব্যবস্থা করা হবে, যোগ করেন উপদেষ্টা।