গাইবান্ধায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

৬ জানুয়ারী ২০২৫, বিকাল ৭:৩৩ সময়
Share Tweet Pin it

গাইবান্ধায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধা: বাংলাদেশ সেনাবাহিনী দেশের ও জনগণের কল্যাণে নানাবিধ জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।  

এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীন ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা আর্মি ক্যাম্প শীতবস্ত্র বিতরণ করে।

 
 

 

সোমবার (৬ জানুয়ারি) সকালে ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে জেলার পলাশবাড়ি উপজেলার সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়, গরিব ও দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রোকনুজ্জামান জয়।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট রিজভী আহমেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফারুক হোসেনসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তাগণ। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এরূপ জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র উপহার পেয়ে সাধারণ জনগণ আনন্দিত এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।