২ সপ্তাহের ব্যবধানে রংপুরে আবারো ভূমিকম্প

৭ জানুয়ারী ২০২৫, দুপুর ১:৩৪ সময়
Share Tweet Pin it

২ সপ্তাহের ব্যবধানে রংপুরে আবারো ভূমিকম্প

প্রায় দুই সপ্তাহ ব্যবধানে রংপুরে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। সারাদেশের মতো রংপুরে ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, ভূমিকম্পটির স্থায়িত্বকাল ছিল ৭ দশমিক ৫ সেকেন্ড। তবে এই ভূমিকম্পে কোনো বড়ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের লেচিন অঞ্চলে, যা রংপুর থেকে প্রায় ৯৩ দশমিক ৩ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল মৃদু।

এর প্রায় দুই সপ্তাহ আগে রংপুরে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। কম সময়ের ব্যবধানে দুই দফা ভূমিকম্পে রংপুরের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রংপুরের আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পে নাগরিকদের সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে।