একনেক সভা আজ : উঠছে ৪৪০১ কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প
১০টি উন্নয়ন প্রকল্প উত্থাপিত হতে যাচ্ছে আজ বুধবারের একনেক সভায়। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের খরচ ধরা হয়েছে ৪ হাজার ৪০১ কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন হবে ৩ হাজার ৯০৬ কোটি ৩৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮৬ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৮ কোটি ৯২ লাখ টাকা। আজ বুধবার (৮ জানুয়ারি) একনেক সভায় উত্থাপনের জন্য প্রকল্পগুলো প্রস্তুত করেছে পরিকল্পনা কমিশন।অন্তর্বর্তী সরকারের পঞ্চম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা হবে এটি।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজকের সভায় সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভায় সব উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য এবং প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত থাকবেন।
এদিন সভায় ‘চট্টগ্রাম কর ভবন নির্মাণ’ প্রকল্পের বিষয়ে আলোচনা হবে, যার মেয়াদকাল জুলাই ২০২৪ থেকে জুন ২০২৮ পর্যন্ত নির্ধারিত।প্রকল্পটির খরচ হবে ৪৩৭.০৭ কোটি টাকা এবং এটি সরকারি অর্থায়নে বাস্তবায়ন করবে জাতীয় রাজস্ব বোর্ড।
মোংলা বন্দরে ‘পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং’ প্রকল্পও পরিকল্পনায় রয়েছে, যা জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৯ পর্যন্ত বাস্তবায়িত হবে। প্রকল্পটির মোট ব্যয় ১ হাজার ৫৩৮ কোটি ১৯ লাখ টাকা, যার মধ্যে ১৩৮৪ কোটি ৩৭ লাখ টাকা সরকারি তহবিল থেকে এবং ১৫৩ কোটি ৮২ লাখ টাকা মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে হবে।