বায়ুমান কেমন রাজধানীর?
৩০ ডিসেম্বর ২০২৪, দুপুর ১০:১০ সময়
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় এখন দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। শহরটির স্কোর ২০৯, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। তালিকায় এখন শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, যার স্কোর ২৩৯।
সোমবার সকাল ৯টা ৪৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে এ তথ্য পাওয়া গেছে।
সূচকে এখন তৃতীয় স্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ, শহরটির স্কোর ১৯২; চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, স্কোর ১৮৬; পঞ্চম বসনিয়া হারজেগোভিনার সারাজেভো, স্কোর ১৭৯; ষষ্ঠ বাহরাইনের মানামা, স্কোর ১৭৮; সপ্তম নেপালের কাঠমান্ডু, স্কোর ১৭৬; অষ্টম আমিরাতের দুবাই, স্কোর ১৭৫; নবম ভারতের দিল্লি, স্কোর ১৭২; দশম স্থানে রয়েছে চীনের উহান, স্কোর ১৭১।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক বলে ধরা হয়।