নবীজির সঙ্গে বেয়াদবির করুণ পরিণতি

৩০ ডিসেম্বর ২০২৪, সকাল ৯:৫৫ সময়
Share Tweet Pin it

মহানবী (সা.) যে সময় মক্কায় ইসলাম নিয়ে এসেছিলেন তখন পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার ছিল পারস্য। পারস্যের লোকজন ছিল জরথুস্ট্র ধর্মের অনুসারী। কোনো কোনো ঐতিহাসিক বলেন, জরথুস্ট্র নবী ছিলেন। তার ওপর প্রেরিত আসমানি গ্রন্থের নাম জেন্দাবেস্তা।তবে এ বিষয়ে সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না। বলা হয়, জরথুস্ট্রের শিক্ষা ছিল একত্ববাদ। পরবর্তীতে লোকজন সে শিক্ষা ভুলে অগ্নি উপাসনায় ডুবে যায়। রাসুলের সমসাময়িক পারস্যের সম্রাটের নাম ছিল কিসরা পারভেজ।দোর্দণ্ড প্রতাপের অধিকারী। অহংকারে পা মাটিতে পড়ে না। তার সামনে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন নবীজির সাহাবি হুজায়ফার ছেলে আবদুল্লাহ (রা.)। তার হাতে গুরুত্বপূর্ণ চিঠি।সম্রাট পারভেজ চিঠি নিয়ে পড়তে শুরু করলেন।চিঠি পাঠিয়েছেন কুল কায়েনাতের সম্রাট নবীয়ে মুস্তফা মুহাম্মদ (সা.)। সিরাত গবেষকরা বলেন, ষষ্ঠ হিজরির জিলহজ মাসে নবীজি পারস্যসহ সমসাময়িক শক্তিধর রাজাদের কাছে রিসালাতের দাওয়াত সম্পর্কিত চিঠি পাঠান। সম্রাট পারভেজের কাছে পাঠানো চিঠিটি ছিল এ রকম—‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। শান্তি বর্ষিত হোক তার প্রতি, যে হিদায়াতের অনুসারী, আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি বিশ্বাসী এবং যে সাক্ষ্য দেয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই, মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল।আমি আল্লাহর নির্দেশে আপনাকে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিচ্ছি। আমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে। আমি আল্লাহর বান্দাদের সতর্ক করি এবং অস্বীকারকারীদের কাছে দাওয়াত পৌঁছাই। আপনি ইসলাম গ্রহণ করলে শান্তি ও সম্মান দুটোই আপনার জন্য নির্ধারিত। আর যদি দাওয়াত কবুল না করেন, তাহলে আপনার সব প্রজার অগ্নিপূজার গোনাহ আপনার আমলনামায় যোগ হবে।পুরো চিঠি পড়ে রাগে ফেটে পড়লেন সম্রাট পারভেজ। টুকরো টুকরো করে ছিঁড়লেন প্রেমের নবীর দাওয়াতি চিঠিখানি। বললেন, ‘আমি পারস্যের সম্রাট। আরবের ওই মুহাম্মদ আমার গোলাম। আর সে আমাকে তার ওপর ঈমান আনার দাওয়াত দিচ্ছে!’ পুরো ঘটনা নবীজিকে বলেন আবদুল্লাহ ইবনে হুজায়ফা সাহমি (রা.)। নবীজি শুনে খুব কষ্ট পেলেন। নূরানি জবান দিয়ে বলেন, ‘আমার চিঠির মতোই তার সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে।’ এটি ছিল নবীজির ভবিষ্যদ্বাণী। তখনো কিসরা পারভেজ দোর্দণ্ড প্রতাপের সঙ্গে রাজ্য পরিচালনা করছেন। নবীজি কিন্তু বলেননি, তার সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। নবীজি বলেছেন, তার সাম্রাজ্য ভেঙে গেছে। অতীতকালের শব্দ দিয়ে বলেছেন। এর মানে হলো, নবীজির চিঠির সঙ্গে বেয়াদবির ফল কিসরা পাবেই পাবে।