তারকাদের ভাবনায় এবারের বিপিএল

৩০ ডিসেম্বর ২০২৪, দুপুর ১০:১১ সময়
Share Tweet Pin it

তারকাদের ভাবনায় এবারের বিপিএল

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারতম আসর। দেশের ক্রিকেটে এই মহাআয়োজন নিয়ে উন্মাদনার কমতি নেই মানুষের মাঝে। উন্মাদনা রয়েছে শোবিজ অঙ্গনেও। ক্রিকেটের সঙ্গে শোবিজ অঙ্গনের সম্পর্ক বরাবরই এক সূতায় গাঁথা।এবারও বিপিএলে শোবিজ তারকাদের সংশ্লিষ্টতা রয়েছে। মাঠে যেমন থাকছে উপস্থিতি তেমনি বিপিএল ঘিরে শোবিজ তারকাদের প্রত্যাশাও রয়েছে অনেক। এবারের আসর নিয়ে তারকাদের ভাবনা জেনেছেন সুদীপ কুমার দীপ।