ভ্রাম্যমাণ লাইব্রেরি বন্ধ হচ্ছে

২৮ ডিসেম্বর ২০২৪, বিকাল ৭:৫৪ সময়
Share Tweet Pin it

পুরো বাসটিই একটি লাইব্রেরি। ছুটির দিন ব্যতিত প্রতিদিন শহরের ৪৪টি পয়েন্টে বই বিলি করে বিশ্বসাহিত্য কেন্দ্রের এই গাড়িটি। তবে ভ্রাম্যমাণ লাইব্রেরির এ কার্যক্রম এ মাসেই বন্ধ হয়ে যাবে বলে খবর পেয়েছেন রাজশাহীর পাঠকেরা। তাই তারা গাড়ির কাছে ছুটে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নগরের সিঅ্যান্ডবি মোড়ে গাড়িটি দাঁড়িয়ে ছিল। কার্যক্রম বন্ধ না করার দাবিতে এ গাড়ির সামনে পাঠকেরা জড়ো হতে থাকেন। তারা বিভিন্ন ধরনের মার্কারি কালি দিয়ে লিখতে থাকেন নানা স্লোগান। পরে সেই দাবি-স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে যান পাঠকেরা। কর্মসূচি থেকে শুধু বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি চলমান রাখাই নয়, এই লাইব্রেরিকে গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়ারও দাবি জানিয়েছেন পাঠকেরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী জেলার সভাপতি আহমদ সফি উদ্দিন। তিনি বলেন, ‘‘বই পড়া উদ্বুদ্ধ করার কাজটি এই প্রতিষ্ঠান দীর্ঘকাল থেকে করে আসছে। হাজার হাজার পাঠককে বই পড়ার সেবা দিচ্ছে। অথচ, দুর্ভাগ্যজনক যে এটা নাকি অর্থাভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এ লাইব্রেরিকে ঢাকায় নিয়ে যাওযার চেষ্টা করা হচ্ছে।