মেরিন ড্রাইভ সড়কে হাফ ম্যারাথন

২৮ ডিসেম্বর ২০২৪, বিকাল ৭:৫৩ সময়
Share Tweet Pin it

রান ফর হিরোস অব আওয়ার ভিক্টরি’ স্লোগানে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘বিজয় দিবস হাফ ম্যারাথন-২০২৪’। শনিবার (২৮ ডিসেম্বর) জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ২১ কিলোমিটার অতিক্রমের এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশি-বিদেশি ৩৯৮ জন। ম্যারাথন উপলক্ষে মেরিন ড্রাইভ সড়কে নিরাপত্তা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, মেডিক্যাল ক্যাম্প ও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হয়। হাফ ম্যারাথনে কাট অব টাইম (ফিনিশিং টাইম) ধরা হয় ৪ ঘণ্টা। ৩৯৮ জনের মধ্যে দৌড় শেষ করেছেন ২৪৮ জন। এতে পুরুষ বিভাগে ইমরান হোসেন এবং নারী বিভাগে মেজর শাওলিন সিগমা চ্যাম্পিয়ন হয়েছেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।