ভোটার এলাকা পরিবর্তনে আসছে সুখবর

২৯ ডিসেম্বর ২০২৪, দুপুর ১০:০ সময়
Share Tweet Pin it

সুখবর আসছে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনকারীদের জন্য। বর্তমানে ভোটার এলাকা পরিবর্তনে বিদ্যমান ঠিকানা ও চাহিত ঠিকানার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দৌড়াতে হয় নাগরিকদের। এ ছাড়া এলাকার পরিবর্তন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে ফি দিতে হয় দুই বার। এই ঝামেলা থেকে নাগরিকদের মুক্তি দেওয়ার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি) ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নাগরিকদের এনআইডি সেবা সহজীকরণে সম্প্রতি একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি যাচাই-বাছাই শেষে সমস্যা ও সমস্যা উত্তরণের উপায় নিয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে। সেবা সহজীকরণ কমিটির প্রধান ও ইসির উপ-সচিব এম মাজহারুল ইসলামের দাখিল করা প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান পদ্ধতি বা ব্যবস্থায় বর্তমানে আবেদনকারী যে এলাকায় স্থানান্তরিত হতে চান সেই উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন দাখিল করতে হয়। আবেদন প্রাপ্তির পর ওই উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক দাখিলকৃত দলিলাদি যাচাই-বাছাই শেষে আবেদন ইস্যু করা হয়। এরপর বিদ্যমান ঠিকানায় উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক আবেদন অনুমোদন করতে হয়। অর্থাৎ বিদ্যমান ঠিকানা ও চাহিত ঠিকানা উভয় উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার অনুমোদন প্রয়োজন হয়। সমস্যা হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যমান ঠিকানা ও চাহিত ঠিকানা উভয় উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার অনুমোদন প্রয়োজন হয় বলে স্থানান্তর কার্যক্রমে দীর্ঘসূত্রতা হয়।