মিঠাপুকুরে ফায়ারকর্মী নয়নের বাড়ীতে বিএনপি নেতা রিজভী
২৮ ডিসেম্বর ২০২৪, দুপুর ১:১১ সময়
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, পতিত আওয়ামী লীগ ও তার দোসরদের পাচার করা অর্থের নথিপত্র নষ্ট করতেই আগুন লাগিয়েছে প্রেতাত্তরা।
সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়ায় এলাকায় সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত সোহানুজ্জামান নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, পরাজিত স্বৈরাচারের অনেক দোসর এখনও দেশে রয়েছে। তারা আমলাতন্ত্র সহ সব ক্ষেত্রে ঘাপটি মেরে আছে। আর তাদের ষড়যন্ত্র ঠেকাতে গিয়ে জীবন দিচ্ছে সোহানুজ্জামান নয়নের মত তরুণরা।
এসময় নয়নের পরিবারের সদস্যদের চাকরি দেয়াসহ পুনর্বাসন করতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একইসাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নয়নের পরিবারকে দুই লাখ টাকা অর্থ সহায়তা করেন তিনি।
পরে বিএনপির বিএনপির এই নেতা পরিবারের সদস্যদের নিয়ে নিহত নয়নের কবর জিয়ারত করেন। এ সময়ে বিএনপি'র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।