কুড়িগ্রামে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

২৮ ডিসেম্বর ২০২৪, দুপুর ১:১৩ সময়
Share Tweet Pin it

কুড়িগ্রামের উলিপুরে প্রতিপক্ষের হামলায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উলিপুর পৌরসভার থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম পৌরসভার ডিস ব্যবসায়ী আয়নাল হকের ছেলে। স্থানীয়রা জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপর একটি পক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে কিল-ঘুষি মারলে আশরাফুল আলম মাটিতে লুটিয়ে পড়ে অসুস্থ হয়ে যান। পরে স্থানীয়রা উলিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, আমরা জানতে পেরেছি ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে একজন মারা গেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।