রাণীশংকৈল কেন্দ্রীয় মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার জানাযা সম্পন্ন

২৭ ডিসেম্বর ২০২৪, রাত ৯:৩৮ সময়
Share Tweet Pin it

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের রাণীশংকৈল কেন্দ্রীয় মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাখলুকার রহমানের জানাজা সম্পন্ন হয়েছে। ধার্মিক এ প্রবীন ব্যক্তি আলহাজ্ব মাখলুকার রহমান বার্ধক্যজনিত কারণে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০৩ বছর বয়সে মৃত্যু বরণ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা যায় গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান । তিনি দুই স্ত্রী, ৭ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ২ টা ৩০ মিনিটে মরহুমের জানাযা নামাজ পৌর শহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের কনিষ্ঠ ছেলে জামায়াতের সেক্রেটারী মোকারম হোসেন জানাযা নামাজ পড়ান। স্থানীয়রা জানান, জীবদ্দশায় তিনি একজন ধার্মিক, সফল পিতা এবং সমাজসেবক হিসাবে এলাকার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।