সারা দেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শুক্রবার পালিত হয়েছে। করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক সীমিতভাবে উপজেলা প্রশাসন দিবসটি পালন করে। সূর্যদ্বয়ের সাথে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গাঁ এম.পি, সহকারি কমিশনার
(ভূমি) কাউনিয়া ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেহেদী হাসানের নের্তৃত্বে সকল কর্মকর্তাবৃন্দ সকাল ৬:০০ টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্থাপক অর্পন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, ওসি সুশান্ত কুমার সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলামসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসমুহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ১ মিনিট নিরবতা ও শহিদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। এরপর সকাল সাড়ে ৮টায় উপজেলা মাঠে বেলুন, পায়রা উড়িয়ে ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। সেখানে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও আলোচনাসভা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, প্রীতি ফুটবল ম্যাচ, বিশেষ প্রার্থনা, প্রামান্য চিত্রের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
Leave a Reply