1. [email protected] : Live Rangpur :
শনিবার, ১১ মে ২০২৪, ০৯:০১ অপরাহ্ন

স্বামীর মটর সাইকেল পড়ে ট্রাকের চাকায় পিষ্ট স্ত্রী

  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৫৫ Time View
স্বামীর মটর সাইকেল পড়ে ট্রাকের চাকায় পিষ্ট স্ত্রী
স্বামীর মটর সাইকেল পড়ে ট্রাকের চাকায় পিষ্ট স্ত্রী

স্বামীর মটর সাইকেল পড়ে ট্রাকের চাকায় পিষ্ট স্ত্রী-দিনাজপুরের সদরে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে

শামীমা আক্তার পান্না (৩৪) নামে এক কলেজ শিক্ষিকার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুন) বিকেলে দিনাজপুর পৌর এলাকার পুলহাট পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীমা উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ ফরিদপুর গ্রামের বাসিন্দা মঈন উদ্দিনের মেয়ে। তিনি একটি হোমিও কলেজের শিক্ষিকা ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ওই শিক্ষিকা দিনাজপুর শহর থেকে তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাবার বাসায় ফিরছিলেন।

স্বামীর মটর সাইকেল পড়ে ট্রাকের চাকায় পিষ্ট স্ত্রী

পথিমধ্যে পুলহাট পুলিশ ফাঁড়ি এলাকায় আসলে রাস্তায় পড়ে থাকা একটি মৃত কুকুর দেখে মোটরসাইকেল ব্রেক করেন তার স্বামী।

এ সময়  রাস্তায় পড়ে যান শামীমা। ওই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,

পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে

প্রাইভেটকারে গরু চুরি করে পালিয়ে যাচ্ছিল একদল চোর। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া দেয়।এ সময় পরিস্থিতি বেগতিক

দেখে গরু ভর্তি প্রাইভেটকার ফেলে পালিয়েছে চোরের দল।  বৃহস্পতিবার (২ জুন) রাত দুইটার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পাঁচপাড়া

এলাকায় এ ঘটনা ঘটে।  শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় এ চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন স্থানীয় পাঁচপাড়া এলাকার কৃষক ওবায়দুল হক।ত্রিশাল থানায় দায়ের করা এই মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।  ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,

রাতে ওই এলাকায় আমি ডিউটিতে ছিলাম। মধ্য রাতে খবর আসে পাঁচপাড়া এলাকার ওবায়দুল হকের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়েছে।

এমন সংবাদ পেয়ে ওই এলাকার গ্রাম পুলিশদের মোড়ে মোড়ে অবস্থান নিতে বলি।এ সময় স্থানীয় এক যুবক ব্যক্তিগত প্রয়োজনে নিজ বাড়ি থেকে

মোটরসাইকেলে ত্রিশাল বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাঁচপাড়া এলাকায় পৌঁছালে দেখতে পান গরু চুরি করে প্রাইভেটকারে তুলে

পোড়াবাড়ী বাজারের দিকে যাচ্ছে কয়কজন লোক। পরে তিনিসহ আরও লোকজন তাদের ধাওয়া করলে অজ্ঞাতপরিচয় চোরেরা স্থানীয়

বাদামিয়া এলাকায় প্রাইভেটকারসহ গরু রেখে পালিয়ে যায়।তিনি আরও জানান, ইতোমধ্যে মালিকের কাছে গরু হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]