1. [email protected] : Live Rangpur :
শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

রংপুরে বাজার মনিটরিং ও অভিযান

  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৮১ Time View
রংপুরে বাজার মনিটরিং ও অভিযান
রংপুরে বাজার মনিটরিং ও অভিযান

রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) ও ভোক্তা অধিকারের বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করে ২টি প্রতিষ্ঠানকে ৫৬,০০০/- টাকা জারিমানা ।

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে রংপুর মেট্রোপলিটন পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়ের নির্দেশনায় এবং মোঃ শাহ নূর আলম পাটওয়ারী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) পরিকল্পনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান এর নের্তৃত্বে ০৪/০৪/২০১৪ তারিখ ১৫.৩০ ঘটিকায় ডিবির একটি আভিযানিক দলের সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয় রংপুর এর উপ-পরিচালক জনাব মোঃ আজাহারুল ইসলাম রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন মজিদপাড়া এলাকায় “ছামীম আকবরিয়া” লাচ্ছা সেমাই এর সত্বাধিকারী মোঃ ফেরদৌস আলম, পিতা-নুরু ইসলাম, সাং-বেনুঘাট, ওয়ার্ড নং-০৭, থানা- হারাগাছ, রংপুর মহানগর, রংপুর এর লাচ্ছা সেমাই তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করে অস্থাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন রং ব্যাবহার করে লাচ্ছা সেমাই তৈরী করণ এবং অনুমোদনবীহিন বিস্কুট তৈরী ও প্যাকেটজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪২/৪৩ ধারা মোতাবেক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন এবং বিপুল পরিমান সেমাই ধ্বংস করেন।

একই দিন ১৬.৩০ ঘটিকায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ ছালেহ আহাম্মদ পাঠান এর নেতৃত্বে ডিবির একটি আভিযানিক দলের সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয় রংপুর এর উপ-পরিচালক জনাব মোঃ আজাহারুল ইসলাম রংপুর মহানগরীর হারাগাছা থানাধীন মজিদপাড়া এলাকায় “রংপুর মিষ্টি ভান্ডার” এর সত্বাধিকার মোঃ ফুল মিয়া, পিতা-আবু জার মিয়া, সাং-স্কুলপাড়া মজিদ মার্কেট, ওয়ার্ড নং-০৯, থানা- হারাগাছ, রংপুর মহানগর, রংপুর এর মিষ্টি তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করে অস্থাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ও নিষিদ্ধ দ্রব্য ব্যাবহার করে মিষ্টি তৈরী করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪২ ধারা মোতাবেক ৬,০০০/- (ছয় হাজার) টাকা জরিমানা করেন এবং মিষ্টিতে ব্যবহিত নিষিদ্ধ দ্রব্য ধ্বংস করেন।

মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী রমজান সমাসব্যাপী নকল ও ভেজাল খাদ্য দ্রব্য প্রস্তুত ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]