1. [email protected] : Live Rangpur :
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন

দিনাজপুরে ৬টি আসনের ৫টি আসনে আওয়ামী লীগের জয়

  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৭২ Time View
দিনাজপুরে ৬টি আসনের ৫টি আসনে আওয়ামী লীগের জয়
দিনাজপুরে ৬টি আসনের ৫টি আসনে আওয়ামী লীগের জয়
দিনাজপুরে ৬টি আসনের ৫টি আসনে আওয়ামী লীগের জয়
মু. রিয়াজুল ইসলাম লিটন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ১ টি বাদে বাকি ৫ টি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন।
আজ রবিবার (৭ জানুয়ারী-২০২৪) রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাকিল আহমেদ  বেসরকারি ভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন।
বেসরকারি ভাবে নির্বাচিত প্রার্থীরা হলেন-দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকারিয়া জাকা ১ লাখ ১৫ হাজার ৫১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোরঞ্জন শীল গোপাল পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৪৯৯ ভোট।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে খালিদ মাহমুদ চৌধুরী ১ লাখ ৭৩ হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে আনোয়ার চৌধুরী জীবন চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৩৫৯ ভোট।
দিনাজপুর-৩ (সদর) আসনে ১ লাখ ৮ হাজার ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইকবালুর রহিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন পেয়েছেন ৫৪ হাজার ৩৮ ভোট।
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসান মাহমুদ আলী ভোট ৯৬ হাজার ৪৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে মোঃ তারিকুল ইসলাম তারিক পেয়েছেন ৬২ হাজার ৪২৪ ভোট।
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ১ লাখ ৬৭ হাজার ৪২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ হযরত আলী বেলাল ট্রাক প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৪৮২ ভোট।
দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে
শিবলী সাদিক ১ লাখ ৮২ হাজার ৬৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে  আজিজুল হক পেয়েছেন ৮২ হাজার ৫৯৪ ভোট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]