1. [email protected] : Live Rangpur :
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন

দিনাজপুরে ৬ টি আসনের মধ্যে ৫ টিই আসনেই নৌকা’র গলার কাঁটা স্বতন্ত্র প্রার্থীরা

  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৫৩ Time View
দিনাজপুরে ৬ টি আসনের মধ্যে ৫ টিই আসনেই নৌকা’র গলার কাঁটা স্বতন্ত্র প্রার্থীরা
দিনাজপুরে ৬ টি আসনের মধ্যে ৫ টিই আসনেই নৌকা’র গলার কাঁটা স্বতন্ত্র প্রার্থীরা
দিনাজপুরে ৬ টি আসনের মধ্যে ৫ টিই আসনেই নৌকা’র গলার কাঁটা স্বতন্ত্র প্রার্থীরা
মু. রিয়াজুল ইসলাম লিটন :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকার’ প্রার্থীদের বিরুদ্ধেই দাঁড়িয়ে গেছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা। এতে দিনাজপুরে নৌকার প্রার্থীদের ‘গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। দলীয় সূত্র বলছে, যার জন্য এক ধরনের সবুজ সংকেত ছিল দলের। বিষয়টিকে ‘গলার কাঁটা’ বলে মনে করছেন ‘নৌকার’ প্রার্থীরা। তবে এখন পর্যন্ত দলের স্বতন্ত্র প্রার্থীদের বসিয়ে দেওয়ার কোন আভাস মিলছে না আওয়ামী লীগের কেন্দ্র থেকে। বিষয়টিকে আওয়ামী লীগের নির্বাচনী কৌশল বলেই উল্লেখ করছে আওয়ামী লীগ।
নির্বাচনী আমেজে দিনাজপুর জেলা এখন উৎসবমুখর। জেলার ৬ টি আসনে প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন জয় নিশ্চিত করতে। ৬ টি আসনে বর্তমান সংসদ সদস্যদের লড়তে হচ্ছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে। এদের মধ্যে হুইপ, মন্ত্রী প্রার্থীরাও রয়েছেন।
ইতিহাস, ঐতিহ্য ও চাল, লিচুতে ভরপুর জেলা দিনাজপুর জুড়ে চলছে ভোট উৎসব। জেলার ৬ টি আসনে  ২৬ জন  প্রার্থী ভোটারদের কাছে ছুটছেন নির্বাচনে বিজয়ী হতে। ৬ টি আসনেই আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্যরা মনোনয়ন পেলেও ৬ টি আসনের মধ্যে কেবল  ২নং আসন ছাড়া বাকি ৫টি আসনেই রয়েছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাড়িয়েছেন। আর এরাই দলের কাটা হয়েছেন মনে করছেন অনেকে। তাদের লড়তে হবে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে যারা আওয়ামী লীগেরই ডামি প্রার্থী। প্রার্থীদের মধ্যে ৬টি আসনে দুইজন মহিলা প্রার্থী, ৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। রাজনৈতিক ৮ টি দল হলো-আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃনমূল বিএনপি, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, ওয়ার্কার্স পার্টি, ইসলামী ঐক্যজোট, মুসলিম লীগ ও জাসদ।
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল)
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগের বর্তমান সংসদ মনোরঞ্জন শীল গোপাল দলীয় প্রতিক (নৌকা), ওয়ার্কার্স পার্টির আব্দুল হক (হাতুড়ী), জাতীয় পার্টির দলীয় প্রতিক মোঃ শাহিনুর ইসলাম (লাঙ্গল) স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকারিয়া (ট্রাক) ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির মোঃ জহুরুল ইসলাম (আম)।
মনোরঞ্জন শীল গোপাল দিনাজপুর-১ আসনের টানা তিনবারের সংসদ সদস্য। রাজনৈতিক জীবনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) অনুসারী ছিলেন। ২০০৫ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে জয় পান। ওই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগে যোগদান করে পরপর তিনবার নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। এবারও আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন তিনি।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ)
দিনাজপুর জেলার ৬টি আসনের মধ্যে শুধুমাত্র এই আসন (বিরল-বোচাগঞ্জ) বাদ দিয়ে বাকি ৫টিতেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বি ৩ জন প্রার্থী হলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির মোঃ মাহবুব আলম (লাঙ্গল), ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন (ঈগল)।
দিনাজপুর-৩ (সদর)
 
দিনাজপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বি ৬ জন প্রার্থী হলেন জাতীয় সংসদের হুইপ আওয়ামী লীগের ইকবালুর রহিম (নৌকা), জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের মোঃ ফরহাদ আলম (মিনার), মুসলিম লীগের আব্দুস সালাম (হাত (পাঞ্জা), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির পারুল সরকার লিনা (আম), ও  স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা  করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুজন। তারা হলেন- দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন (ট্রাক) এবং দিনাজপুর জেলা আওয়ামী যুবলীগের বর্তমান সভাপতি রাশেদ পারভেজ (ঈগল)। যিনি গত দিনাজপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি মনোনীত প্রার্থীর নিকট পরাজিত হয়েছিলেন। এ আসনে দলীয় স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন (ট্রাক)-এর সাথে আওয়ামী লীগের  ইকবালুর রহিম (নৌকা) বর্তমান হুইপকে লড়তে হবে।
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা)
 
দিনাজপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ জন প্রার্থী হলেন-আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মােঃ তারিকুল ইসলাম তারিক (ট্রাক), জাতীয় পার্টির মোঃ মোনাজাত চৌধুরী (লাঙ্গল) ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির মোসাঃ আজিজা সুলতানা (আম)।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি)
দিনাজপুর-৫ আসনে প্রতিদ্বন্দ্বি  ৪ প্রার্থী হলেন-আওয়ামী লীগের সাবেক প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির মোঃ শওকত আলী (আম) জাতীয় পার্টির মোঃ নুরুল ইসলাম (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ হযরত আলী বেলাল (ট্রাক) এবং
দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট ও হাকিমপুর) 
দিনাজপুর-৬ আসনের ৪ জন প্রার্থী হলেন-আওয়ামী লীগের মোঃ শিবলী সাদিক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক চৌধুরী (ট্রাক), জাসদের মোঃ শাহ আলম বিশ্বাস (মশাল)  ও তৃণমূল বিএনপির মোঃ মোফাজ্জল হোসেন (সোনালী আঁশ)।
দলের নেতাদেরও অনেকে স্বতন্ত্র প্রার্থীকে ভেতরে-ভেতরে উৎসাহ, সহায়তা দিচ্ছেন বলে ভোটের দিন স্বতন্ত্ররাই ফ্যাক্টর হতে পারে।
উল্লেখ্য,  দিনাজপুর জেলার ৬টি আসনে ৯টি পৌরসভা ও ১০৪টি ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯ হাজার ৩৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৫৬ হাজার ৭৪০ জন ও মহিলা ভোটার ১২ লাখ ৫২ হাজার ৬৫১ জন। এছাড়া মোট ভোট কেন্দ্র ৮৩০টি ও মোট ভোট কক্ষ ৫ হাজার ৬৬১টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]