দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষা আটক ১৮ জন জেলহাজতে | Rangpur24
  1. [email protected] : Live Rangpur :
শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষা আটক ১৮ জন জেলহাজতে

  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৮৮ Time View
দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষা আটক ১৮ জন জেলহাজতে
দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষা আটক ১৮ জন জেলহাজতে

ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল করায় দিনাজপুরের ৮টি পরীক্ষা কেন্দ্র থেকে আটক  হওয়া ১৮ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানা থেকে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।তাদের বিরুদ্ধে পৃথক ৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ হোসেন।

এ বিষয়ে ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের ১৮ জনের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য বিচার-বিশ্লেষণ করে দেখা হচ্ছে। এরপর প্রয়োজন হলে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। এ ঘটনার যারা মূল হোতা তাদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ।

এ দিকে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার অভিযোগে শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদরের ৮টি পরীক্ষা কেন্দ্রে কর্মকর্তারা ১৮ জনকে আটক করে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে। আটক ১৮ জনের মধ্যে ৯ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন।

আটকরা হলেন- বিরল উপজেলার রঘুনাথপুর গ্রামের আজহারুল ইসলামের ছেলে কামরুজ্জামান (৩২), একই উপজেলার রানীপুর গ্রামের আবুল কাদেরের স্ত্রী রাহেনা খাতুন (২৬), বীরগঞ্জ উপজেলার এলেঙ্গা গ্রামের প্রদীপ রায়ের স্ত্রী শেফালী রায় (৩৩), একই উপজেলার পশ্চিম কালাপুকুর গ্রামের তাশদিকুল আলমের ছেলে মনিরুজ্জামান (৩০), কগিরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে জামিল বাদশা (৩১), বনগাঁও গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাকিব (২৮), দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর গ্রামের বেলাল হোসেনের স্ত্রী মুসলিমা খাতুন (২৮), একই উপজেলার দাইনুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে শরিফুল আলম (২৮), ঘুঘুডাঙ্গা গ্রামের আব্দুল সালামের মেয়ে উম্মে সালমা (২৮) ও খানপুর গ্রামের সুলতান মাহমুদের মেয়ে নাসরিন জাহান (২৯), চিরিরবন্দর উপজেলার দক্ষিণ আলোকদিঘী গ্রামের সবুজ চন্দ্র রায়ের স্ত্রী কবিতা রানী রায় (২৭), একই উপজেলার দক্ষিণ আলোকদিঘী গ্রামের যতিশ চন্দ্র রায়ের ছেলে সবুজ চন্দ্র রায় (৩৪), হাকিমপুর উপজেলার মাধবপাড়ার গোলাম বিকরিয়ার স্ত্রী জাকিয়া ফেরদৌস (২৬), বিরামপুর উপজেলার দক্ষিণ দায়োরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে মহিদুল ইসলাম (৩২), নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের আবু তালেব সরকারের মেয়ে তানিয়া মোশতাবী (৩১), বোচাগঞ্জ উপজেলার শহিদপাড়ার আব্দুল গফুর মোল্লার ছেলে সায়েম মোল্লা তন্ময় (২৯), ফরিদপুর জেলার নগরকান্দা থানার দফা গ্রামের ফারুক মাতব্বরের মেয়ে উর্মিলা আক্তার (২০) ও ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বকুয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে সুজন আলী (২৭)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]