1. [email protected] : Live Rangpur :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

লালমনিরহাটে আ’লীগের নেতা-কর্মীরা আর লাঙ্গলে ভোট দিতে চায় না 

  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৪০ Time View
লালমনিরহাটে আ'লীগের নেতা-কর্মীরা আর লাঙ্গলে ভোট দিতে চায় না
লালমনিরহাটে আ'লীগের নেতা-কর্মীরা আর লাঙ্গলে ভোট দিতে চায় না
লালমনিরহাটে আ’লীগের নেতা-কর্মীরা আর লাঙ্গলে ভোট দিতে চায় না 
লালমনিরহাট প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  লালমনিরহাট-৩ আসনে আওয়ামীলীগের নেতা-কর্মীরা আর লাঙ্গলে ভোট দিতে চায় না। তারা নিজস্ব প্রার্থী চায়। তাদের দাবী যোগ্য জনপ্রতিনিধি না থাকায় গত ১৫ বছরে উন্নয়ন থেকে অনেকটা বঞ্চিত  সদর উপজেলাবাসী। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানকে প্রার্থী হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতা-কর্মীরা।
মঙ্গলবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, লালমনিরহাট ৩ আসনটি বিগত কয়েকটি নির্বাচনে শরীকদল জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হয়। ফলে জনসমর্থন থাকলেও দলীয় ভাবে সংসদ সদস্য গঠন করা সম্ভব হয়নি। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ৩ আসনে নৌকা প্রতীক চেয়ে মনোনায়ন সংগ্রহ করেছেন জেলা আওয়ামীলীগের সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমানসহ কয়েকজন।
অ্যাডভোকেট মতিয়ার রহমান তৃণমুলের প্রান জনবান্ধব ও ত্যাগী পরিচ্ছন্ন একজন নেতা। আসন্ন নির্বাচনে এ আসনে মতিয়ার রহমানকে নৌকা প্রতীক দিতে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানানো হয় সংবাদ সম্মেলনে।
এর আগে সোমবার বিকেলে একই দাবিতে গণমিছিল বের করে সড়ক প্রদক্ষিন করে দলটির নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম খন্দকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপনসহ জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]