1. [email protected] : Live Rangpur :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

অরাজকতা ছেড়ে নির্বাচনে আসুন: সমাজকল্যাণমন্ত্রী

  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৭৯ Time View
অরাজকতা ছেড়ে নির্বাচনে আসুন: সমাজকল্যাণমন্ত্রী
অরাজকতা ছেড়ে নির্বাচনে আসুন: সমাজকল্যাণমন্ত্রী

লালমনিরহাট: বিএনপি-জামায়াতকে অরাজকতা ও নৈরাজ্য ছেড়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ আহ্বান জানান।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা দেখে বিএনপি-জামায়াত আসন্ন নির্বাচনকে ভন্ডুল করতে নৈরাজ্য সৃষ্টি করছে। মানুষ হত্যা করছে। তারা নির্বাচনকে বানচাল করতে চায়। দেশের মানুষ বিএনপি-জামায়াতকে চায় না। আর তাই তাদের বলতে চাই, নৈরাজ্য ছেড়ে নির্বাচনে আসুন। দেশের মানুষ আপনাদের ভোট দিলে ক্ষমতা ছেড়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু নৈরাজ্য করলে দেশের মানুষ আপনাদের ছাড়বে না।

নুরুজ্জামান আহমেদ আরও বলেন, শেখ হাসিনা মাত্র ১৫ বছরের ক্ষমতায় দেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানাই।

উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির সদস্য খন্দকার আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক মাঈদুল বাবু, বর্তমান সভাপতি ফরহাদ হিমেল ও সম্পাদক নাঈমুল আলম নাঈম প্রমুখ।

এর আগে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। একদিনের সফরে শনিবার সকালে নিজ নির্বাচনী এলাকায় আসনে তিনি। দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে রাতেই ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করেছেন সমাজকল্যাণমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]