দিনাজপুরে ইটভাটার বিরুদ্ধে বিএসটিআই’র নিয়মিত মামলা দায়ের | Rangpur24
  1. [email protected] : Live Rangpur :
শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

দিনাজপুরে ইটভাটার বিরুদ্ধে বিএসটিআই’র নিয়মিত মামলা দায়ের

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১০৩ Time View
দিনাজপুরে ইটভাটার বিরুদ্ধে বিএসটিআই’র নিয়মিত মামলা দায়ের
দিনাজপুরে ইটভাটার বিরুদ্ধে বিএসটিআই’র নিয়মিত মামলা দায়ের

দিনাজপুরে ইটভাটার বিরুদ্ধে বিএসটিআই’র নিয়মিত মামলা দায়ের

খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার বিভিন্ন ইটভাটায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বিএসটিআই’র গুণগত মান সনদ গ্রহণ না করে ক্লে-ব্রিকস (ইট) পণ্যের উৎপাদন ও বিক্রয়-বিতরণ অব্যাহত রাখার কারণে ০৯ টি ক্লে-ব্রিকস (ইট) উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর বিরুদ্ধে  চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দিনাজপুর (আমলী আদালত-চিরিরবন্দর) এ নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নং- সি.আর ১৫০-১৫৮/২০২৩, চিরিরবন্দর, দিনাজপুর।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে-(১) মেসার্স এন এন ব্রিকস, ফতেজংপুর, ডাঙ্গারহাট, চিরিরবন্দর, দিনাজপুর (২) মেসার্স আর এন্ড এস ব্রিকস, ঘন্টাঘর বাজার, চিরিরবন্দর, দিনাজপুর (৩) মেসার্স আর এ ব্রিকস, খোচনা, চিরিরবন্দর, দিনাজপুর (৪) মেসার্স ডব্লিউএ ব্রিকস, আতারবাজার, চিরিরবন্দর, দিনাজপুর (৫) মেসার্স টি এস ব্রিকস, লক্ষীপুর, কইল্যাবাড়ীঘাট সংলগ্ন, চিরিরবন্দর, দিনাজপুর (৬) মেসার্স এম আর ব্রিকস, বাংগাবাড়ী, আমতলী, চিরিরবন্দর, দিনাজপুর (৭) মেসার্স হামিদ এন্ড সন্স, রাবারড্রাম, সাইতারা, চিরিরবন্দর, দিনাজপুর (৮) মেসার্স আর এল ব্রিকস, খাতারসাতনালা, তারকাসাহারহাট, চিরিরবন্দর, দিনাজপুর এবং (৯) মেসার্স এস এন ব্রিকস, ঘন্টারঘর, জোতসাতনালা,তারকাসাহারহাট, চিরিরবন্দর, দিনাজপুর।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সংশ্লিষ্ট কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম) বাদী হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, দিনাজপুর (আমলী আদালত-চিরিরবন্দর) এ নিয়মিত মামলাগুলি দাখিল করেন।জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]