1. [email protected] : Live Rangpur :
শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন

রংপুরে রিলিফ ক্যাম্পের কাজের উদ্বোধন

  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২ Time View
রংপুরে রিলিফ ক্যাম্পের কাজের উদ্বোধন
রংপুরে রিলিফ ক্যাম্পের কাজের উদ্বোধন
রংপুরে রিলিফ ক্যাম্পের কাজের উদ্বোধন

ঢাকার বাসভবন হতে ভার্চ্যুয়ালী রংপুর মহানগরীর ২৬ নং ওয়ার্ডের নিউ রিলিফ ক্যাম্পের মহিলাদের সুবিধার্থে নিজস্ব অর্র্থায়নে গোসলখানার (প্যাকেজ) কাজের উদ্বোধন করলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ (এমপি)। গতকাল শনিবার সকালে নিউ রিলিফ ক্যাম্পের মহিলাদের গোসলখানা (প্যাকেজ) নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহগির আল মাহি সাদ এরশাদ (এমপি), এ সময় উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর শাহাজাদা আরমান শাহাজাদা, ২১,২৬,২৭নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা সুলতানা মলি। এমপির কাজের সমন্বয়কারী বিশিষ্ট সমাজ সেবক আব্দুল খালেকের সভাপতিত্বে ও তরুন সংগঠক সামসুল হকের স ালনায় আরো উপস্থিত ছিলেন ২নং ইস্পাহানী ক্যাম্পের চেয়ারম্যান তৈয়ব আলী, নিউ রিলিফ ক্যাম্পের নেতা তালিজ উদ্দিন, হাসিম, হাবিব, আজুরা, হীরা, নাসিম, এলাকার মহিলারাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্যে এমপি সাদ এরশাদ বলেন, আমি ক্যাম্পে গিয়েছিলাম মহিলাদের করুণদস দেখে এসেছি। তাই ক্যাম্পের মহিলাদের সূ-ব্যবস্থার জন্য আমার নিজস্ব তহবিল হতে গোসলখানার প্যাকেজ বরাদ্দ দিয়েছি। এর আগে ২নং ইস্পাহানী ক্যাম্পে ২টি গোসলখানা বানিয়ে দিয়েছি। আগামীতে আমি আপনাদের সহযোগীতায় নিজেকে নিয়োজিত রাখবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।উদ্বোধনী অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিলো প্রধান অতিথির ভার্চ্যূয়ালী বক্তব্য, গোসলখানার উদ্বোধন, সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]