1. [email protected] : Live Rangpur :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

রংপুরে ৪ হাজার দুস্থ পরিবার পেল নীড়ের ফ্রি চিকিৎসাসেবা

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View
রংপুরে ৪ হাজার দুস্থ পরিবার পেল নীড়ের ফ্রি চিকিৎসাসেবা
রংপুরে ৪ হাজার দুস্থ পরিবার পেল নীড়ের ফ্রি চিকিৎসাসেবা

রণজিৎ দাস ॥ রংপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নীড়’, ‘‘আর্তমানবতার সেবায় মহাউৎসব’’ ২০২৩ উদযাপনে ৪ হাজার অসহায়-দুস্থ মানুষকে দিলো বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং ওষধ। এই চিকিৎসাসেবায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াও বিভিন্ন বিষয়ে ৩০ জন অভিজ্ঞ চিকিৎসক নিয়োজিত ছিলেন। শনিবার (২৮ জানুয়ারি) সকালে রংপুর মহানগরীর মাহিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী এই সংগঠনটির নীড়ের সিইও ইঞ্জিনিয়ার সিহাব চৌধুরীর স ালনায় কর্মসূচির শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহা: আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। অতিথিবৃন্দ নীড়ের এই মস্তি কার্যক্রমকে স্বাগত জানান। এছাড়াও ভবিষ্যতে নীড়ের এই ধরনের উদ্যোগের সাথে থাকার প্রত্যয় ব্যক্তও করেন। ‘নীড়’ আর্তমানবতার সেবায় মহাউৎসবে ফ্রি চিকিৎসাসেবা ছাড়াও ৫০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ বিতরণ, ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান, ১০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান ও ১৫০০ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনটি। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে জমিলা বেগম বলেন, বড় বড় ডাক্তার আসছিল। তারা সিঁড়িতে আমাদেরকে চেকআপ করেছে। আবার হামাক ঔষধও ফ্রী দিয়েছে। ডাক্তাররা যোগাযোগ রাখতে বলছে, পরও আমাদেরকে ঔষধ ফ্রি দিবে। স্বেচ্ছাসেবী সংগঠন নীড়ের ফাউন্ডার (সিইও) ইঞ্জিনিয়ার শিহাবুজ্জামান চৌধুরী সিহাব জানান, আমরা চেষ্টা করি আর্তমনবতার জন্য কাজ করার। নীড়ের যাত্রা ২০১৭ সাল থেকে সমাজের অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর। সেই জায়গা থেকে প্রতিবারের ন্যায় আজকেও আমরা এই ফ্রী মেডিকেল ক্যাম্পসহ শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও ১৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে নীড়ের এই কার্যক্রম অব্যাহত থাকবে। দিনব্যাপী এই মহাউৎসবে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, নীড়ের প্রধান উপদেষ্টা তুহিন চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠন নীড়ের সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]