1. [email protected] : Live Rangpur :
সোমবার, ১৩ মে ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে পরীক্ষা বর্জন

  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৫৩ Time View
হাতীবান্ধায় ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে পরীক্ষা বর্জন
হাতীবান্ধায় ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে পরীক্ষা বর্জন

ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে পরীক্ষা বর্জন

লালমনিরহাটের হাতীবান্ধায় এক স্কুলছাত্রকে মারধর করেছে বহিরাগত কয়েকজন যুবক।

এর একটি ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। এ ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে ছাত্রছাত্রীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে।

জানা গেছে,কয়েক দিন আগে উপজেলার কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের

১০ শ্রেণির কয়েকজন ছাত্রকে মারপিট করে বহিরাগত কয়েকজন যুবক।

পরবর্তীতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির নেতৃত্বে এক সালিস বৈঠক হয়।

সেই বৈঠকে অত্র প্রতিষ্ঠানে ১০ম শ্রেণির ছাত্র মেহেদী হাসান লিখন সাক্ষী প্রদান করেন।

এরই জের ধরে গত বৃহস্পতিবার বিকালে উক্ত বিদ্যালয়ের পিছনে মেহেদী হাসান লিখনকে

নিয়ে গিয়ে তাকে মারধর করেন ওই এলাকার হোসায়নুর রহমান হিরুর ছেলে সিফাত ও দুলুর ছেলে জয়।

সেই মারধরের দৃশ্য ফেসবুকে লাইভ করতে থাকেন মাহবুবুর নামে অপর এক যুবক। তা কয়েক মিনিটের মধ্যে ডিলেট করে ফেলে।

পরে স্থানীয় লোকজন নির্যাতনের শিকার ছাত্র মেহেদী হাসান লিখনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

সেই ভিডিয়োটি শুক্রবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে মেহেদী হাসান লিখনের বাবা বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দেন।

এদিকে, শনিবার সকালে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে অর্ধবার্ষিকী পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেন।

মেহেদী হাসান লিখনের বন্ধু মুকুল, সাইফুলসহ অনেকে বলেন, যতক্ষণ দোষীরা গ্রেফতার হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা পরীক্ষা দেব না।

এ বিষয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, আমরা ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা প্রকাশ করছি।

সেই সাথে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে পরীক্ষা বর্জন

প্রধানমন্ত্রীর উপহার পেলেন গোল্ডেন বুট জয়ী আঁখি

বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল ২০১৭ সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে গোল্ডেন বুট জয়ী সেরা খেলোয়াড়

আঁখি খাতুনকে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৮ শতক জমি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বসতবাড়ির জমি পেয়ে আনন্দিত তার পরিবার ও আত্মীয়স্বজনেরা।শনিবার (৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ

অফিসার্স ক্লাবে প্রধানমন্ত্রীর পক্ষে আঁখির পরিবারের কাছে জমির দলিল হস্তান্তর করেন পানিসম্পদ

মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।সেসময় কবির বিন আনোয়ার বলেন, ‘

জাতীয় দলে আঁখির অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী

তার পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে তিন বছর আগে জমি দেওয়া হয়েছিল।

আঁখিকে যে জমি দেওয়া হয়েছিল, তা নিয়ে বিভিন্ন জটিলতা

সৃষ্টি হওয়ায় বিষয়টি বাফুফের সভাপতি ও বিভিন্ন মন্ত্রণালয়ে জানায় আঁখি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]