দিনাজপুরে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ১ | Rangpur24
  1. [email protected] : Live Rangpur :
শনিবার, ১৮ মে ২০২৪, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংকট সত্ত্বেও সরকার সামাজিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে: দীপু মনি শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে হবে অনিবন্ধিত অনলাইন ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার রংপুর পাবলিক লাইব্রেরিতে ১ হাজার বই দিলেন কবি সম্পাদক ও প্রকাশক সাকিল মাসুদ ইউক্রেনের আঙুর এখন কুড়িগ্রামে ফটিকছড়িতে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রীর বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড গাইবান্ধায় চুড়িপট্টিতে আগুনে ১১ দোকান পুড়ে ছাই রংপুরে শেখ হাসিনা অনূর্ধ্ব-১৫ টি-টোয়েন্টি মহিলা ক্রিকেট টুর্নামেন্ট শুরু রংপুরে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষনের মুলহোতা কবিরাজ খালেক গ্রেফতার ছাগল বাঁচাতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

দিনাজপুরে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ১

  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪ Time View
দিনাজপুরে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ১
দিনাজপুরে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ১

দিনাজপুর: দিনাজপুরে ধান বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় আনোয়ার হোসেন ইমরান (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলার কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গত ২৭ নভেম্বর কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধান বোঝাই একটি ট্রাকের গতিরোধ করে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ৬ ডিসেম্বর রাতে একই উপজেলার ঘটনার বলেয়া বাজারে আরও একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্তে নামে পুলিশ। পরে এ ঘটনায় জড়িতদের মধ্যে আনোয়ার হোসেন ইমরানকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। বিএনপির বিভিন্ন পদে থাকা নেতাকর্মীদের নেতৃত্বে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন এমনটাই জানিয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন, বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাত হোসেন, কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]