সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হতে হচ্ছে ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস ২০২৫। এই আসরে অংশ নিতে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দল।
বাংলাদেশ দলের পুরুষ বিভাগে থাকছেন মুহতাসিন আহমেদ হৃদয়, জাভেদ এবং রামহিম। আর নারী বিভাগে অংশ নেবেন খই খই এবং সোমা।
দলের কোচ হিসেবে দায়িত্বে থাকছেন মোস্তফা বিল্লাহ, আর দলের ম্যানেজার হিসেবে থাকছেন আসিফ।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছেন, এ আসরকে সামনে রেখে খেলোয়াড়দের নিবিড় প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়া হয়েছে। গেমসের আগে আরও কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের প্রস্তুতিকে আরও শাণিত করেছে খেলোয়াড়রা।
রিয়াদে অনুষ্ঠিতব্য এই ইসলামিক সলিডারিটি গেমসে ৫০টিরও বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ক্রীড়াবিদরা অংশ নেবেন।

Reporter Name 




















