রংপুর :জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুরে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আফতাব উদ্দিন, বিএনপি নেতা ফজলুর রহমান বাদল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল, জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ।
এ সময় জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক যুগান্তকারী ঘটনা। ওই দিনে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র ও একদলীয় শাসনের অবসান ঘটিয়ে জাতি নতুনভাবে আশার আলো দেখেছিল।
অন্যান্য বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জনগণের অংশগ্রহণে সেদিন যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, আজও সেই চেতনা আমাদের আন্দোলনের প্রেরণা হয়ে আছে।তারা অভিযোগ করেন, বর্তমান সরকার দেশে গণতন্ত্র, আইনের শাসন ও ভোটাধিকারের যে সংকট তৈরি করেছে, তা থেকে উত্তরণে জাতীয় বিপ্লব ও সংহতির চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে।
দিবসটি উপলক্ষে সকালে পতাকা উত্তোলন শেষে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Reporter Name 



















