রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আজ সন্ধ্যায় তিনি সনাতনী ধর্মাবলম্বী ভাইবোনদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি উপস্থিত পূজারীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
পরিদর্শনকালে জেলা ও উপজেলা বিএনপি’র বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা জানান, দুর্গাপূজা শুধু সনাতনী সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। তাই ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মিলনের সেতুবন্ধন রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।