রংপুরে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে কুমারী পূজা। এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে ভক্ত-পূজারীদের ব্যাপক সমাগম ঘটে।
সকাল ১১টায় দুর্গারূপে ৭ বছরের এক কন্যাকে পূজার আসনে বসানো হয়। এরপর চণ্ডীপাঠ, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মাধ্যমে চলে পূজার আনুষ্ঠানিকতা।
অনুষ্ঠানে উপস্থিত ভক্তরা দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন— পৃথিবী যেন সব ধরনের মারামারি, হানাহানি ও যুদ্ধ-বিগ্রহ থেকে মুক্ত হয়। একই সঙ্গে জগতের সকল প্রাণীর রোগ-শোক দুর হয়ে সম্পদ ও সমৃদ্ধিতে ভরে উঠুক পৃথিবী— এমন আকুতি জানান তারা।