গোবিন্দগঞ্জে ঝড়ের রাতে বটগাছ ভেঙে স্ত্রীর মৃত্যু,অল্পের জন্য বেঁচে গেলেন স্বামী

উজ্জল হক প্রধান

১৮ মে ২০২৫, দুপুর ১০:৪৪ সময়
Share Tweet Pin it
[গোবিন্দগঞ্জে ঝড়ের রাতে বটগাছ ভেঙে স্ত্রীর মৃত্যু,অল্পের জন্য বেঁচে গেলেন স্বামী]

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পীরপল বাজারে ঝড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টির সময় একটি পুরনো বটগাছ ভেঙে পড়ে চায়ের দোকানে থাকা শাপলা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) দিবাগত রাত ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শাপলা বেগম ছিলেন ওই এলাকার চা দোকানি খোকা মিয়ার দ্বিতীয় স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় শাপলা বেগম নিজ দোকানে কাজ করছিলেন, আর তাঁর স্বামী খোকা মিয়া ছিলেন বাজারের বাইরে। হঠাৎ আবহাওয়া খারাপ হলে শাপলা ফোন করে স্বামীকে দ্রুত ফেরার অনুরোধ জানান। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি। একপর্যায়ে দোকানের পাশের পুরনো বটগাছটি ভেঙে পড়ে এবং ঘটনাস্থলেই শাপলার মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে ছুটে এসে স্ত্রীকে গাছের নিচে মৃত অবস্থায় পান খোকা মিয়া।

ঘটনার পর পীরপল বাজারজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়দের অভিযোগ, গাছটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাঁদের দাবি, সময়মতো ব্যবস্থা নিলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ, রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল চৌধুরী ডিউক, উপসহকারী পুলিশ পরিদর্শক অনসোপ ও ইউপি সদস্য রেজাউল করিম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।