রংপুরে উৎসবমুখর পরিবেশে এ বি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের শাপলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় র্যালিতে নেতৃত্ব দেন রংপুর জেলা এ বি পার্টির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল বারী রিজু। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল বাসেত মাজান, কৃষি সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, ২৬ নম্বর ওয়ার্ড সদস্যসচিব ইকবালসহ স্থানীয় নেতাকর্মীরা।
র্যালি শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নেতারা তাদের বক্তব্যে বলেন, এ বি পার্টি জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তারা সংগঠনকে আরও শক্তিশালী করতে মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।