ফিলিস্তিনের গাজায় ইসরায়েলির গনহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল (১১ এপ্রিল) শুক্রবার বিকালে রংপুর সিটি কর্পোরেশনের সামন থেকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সিটি বাজারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুর রহমান কাশেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিরুজ্জামান পিয়াল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি মোঃ তাহমিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সগ সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ অন্যান্য নেতৃবৃন্দ।