রংপুরে মাদক সম্রাটের হাত থেকে বসতভিটা উদ্ধারের দাবিতে সংবাদ সন্মেলন

১২ এপ্রিল ২০২৫, দুপুর ৪:৫৪ সময়
Share Tweet Pin it
[রংপুরে মাদক সম্রাটের হাত থেকে বসতভিটা উদ্ধারের দাবিতে সংবাদ সন্মেলন]

 
রংপুরে নিজ বসতভিটা থেকে বিতাড়িত এলাকার কুখ্যাত মাদককারবারী আনোয়ারুল ভুমিদস্যু তমিজ উদ্দীনের হয়রানী,হুমকি ও জমি উদ্ধারের প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে অসহায় ভুক্তভোগী খুদ্র ব্যবসায়ী আনোয়ার   তার পরিবার।শনিবার বিকেলে রংপুর মহানগরী ভগীবালাপাড়া মাঠে সংবাদ সন্মেলন ভুক্তভোগী আনোয়ার লিখিত বক্তব্যে জানান,পুর্বের জমিজমা সংক্রান্তের জেরে থানায় মামলা দেওয়ার পর দীর্ঘ ছয়মাস যাবত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ভয়ে  বাড়ীতে প্রবেশ করতে পারছেন না তিনি। শাহজাহান মিয়া ও তার পরিবারের দাবি বিভিন্ন সময় প্রকাশ্যে ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি প্রদর্শন করে আসছে ঐ মাদকারবারী আনোয়ারুল এবং ভুমিদস্যু তমিজ উদ্দীন।