পশ্চিমা পরাশক্তি ও ইজরায়েলের দখলদার বাহিনীর বর্বরোচিত হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ও জেলা ছাত্রদল। আজ দুপুরে নগরীর প্রেসক্লাব এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলের সামনে গিয়ে অবস্থান করে। এসময় ফিলিস্তিনের ওপর ইসরায়েল হামলার তিব্র প্রতিবাদ জানানো হয় এবং বাংলাদেশ থেকে সকল ইসরায়েলের পন্য বর্জন সহ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনে আর্থিক সাহায্যে পাঠানোর আহবান জানানো হয় ।এসময় জেলা মহানগর ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।