ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল

মাহফুজ আলম প্রিন্স,রংপুর

৮ এপ্রিল ২০২৫, দুপুর ১:৫ সময়
Share Tweet Pin it
[ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল]

ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যার প্রতিবাদে গঙ্গাচড়ায় বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনতা। গতকাল সোমবার আসরের নামাজ শেষে গঙ্গাচড়া বাজারের তাকওয়া জামে মসজিদের এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ইসরাইল বিরোধী ও তাদের পণ্য বর্জনে বিভিন্ন শ্লোগান দেয় বিক্ষোভ মিছিল চলার সময়। পরে বিক্ষোভ মিছিলটি গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা রোকন উজ্জামান, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য হানিফ খান সজিব, জামাতের পক্ষে মাওলানা শোয়াইবুর রহমান, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন পক্ষে মাওলানা ইউনুছ আলী, যুবনেতা মাজহারুল ইসলাম গাজী, বিএনপির পক্ষে মমিনুল ইসলাম বাবু, মাওলানা আনোয়ারুল ইসলাম মুকুল প্রমুখ।
এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘উহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সমাবেশে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘে আহবান জানানো হয়। শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো এবং ছবিতে জুতা সেন্ডেল দিয়ে লাথি মারা হয়। এর আগে যহরের নামাজ শেষে উলামা আইম্মান পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। এতে ফিলিস্তিনের শান্তি কামনায় মোনাজাত করা হয়। এ সময় বক্তব্য রাখেন মাওলানা তাজুল ইসলাম, মুফতি আমানুল্লাহ প্রমুখ।