গঙ্গাচড়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

১১ মার্চ ২০২৫, বিকাল ৭:৪৮ সময়
Share Tweet Pin it
[গঙ্গাচড়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন]


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব ইটভাটা গুঁড়িয়ে দেয়ার আদেশ দেন নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। ভাটাগুলো হলো উপজেলার বড়বিল ইউনিয়নের হল এবিসি ব্রিকস, এমভিবি ব্রিকস। অভিযানকালে এস্কেভেটর দিয়ে ভাটার চিমনি ভেঙে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়।
এসময় রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (অফিস প্রধান) কমল কুমার বর্মন উপস্থিত ছিলেন। গঙ্গাচড়া মডেল থানা পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান পরিচালনার কাজে সহায়তা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মী বলেন, পরিবেশগত লাইসেন্স না থাকা এবং প্রয়োজনীয় শর্ত না মেনে অবৈধভাবে এসব ভাটা ইট উৎপাদন করছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মাটির ওপরের অংশ তুলে নেওয়ায় জমির উর্বরতা নষ্ট হয়ে কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ছে। বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেটের নির্দেশে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করা হলো।