ইমরোজ ইমু, রংপুর ঃ রংপুর মহানগরীর ২৫ নং ওয়ার্ডের পুর্ব শালবন এলাকায় প্রাচির নির্মান করে দির্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে। প্রায় ১০ দিন থেকে চলাচলের রাস্তাটি বন্ধ রয়েছে কোন প্রতিকার নেই। বাড়িতে শিশু বাচ্চারা স্কুলে যেতে পারছে না । বিপাকে পরেছে একটি অসহায় পরিবার । এ বিষয়ে অভিযোগকারী মামলার বাদী মোছাঃ মাকসুদা রহমান জানান, গত ২১ ফেব্রুয়ারি সকালে আমার প্রতিবেশী বিবাদী মোঃ নুরুল হক সস্পর্কে বড় ভাই। কিন্তু তিনি সম্পর্কের কোন তোয়াক্কা না করে ইটের প্রাচির তুলে দিয়ে আমাদের দির্ঘ দিনের চলা চলের রাস্তাটি বন্ধ করে দেয়। এ সময় আমি রাজমিস্ত্রিকে কাজ বন্ধ করতে বললে বিবাদীসহ তার পরিবারের লোকেরা আমার ও আমার স্বামীর উপর চরাও হয়ে এলোপাতারী মারপিট করে এবং গালিগালাজ সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এ ঘটনা দেখে এলাকাবাসী ছুটে এসে আহত অবস্থায় আমাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় । এ বিষয়ে গত ২১ ফেব্রুয়ারি রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মোছাঃ মাকসুদা রহমান বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করেন। যাহার জিডি নং ১৩৬৬। ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাস্তাটি খুলে দেওয়ার জন্য চেষ্টা করেন । কিন্তু বিবাদীগণ পুলিশের কোন কথার গুরুত্ব দেয় নাই। এ বিষয়ে প্রতিপক্ষ বিবাদী মোঃ নুরুল হক সাংবাদিকদের জানান, আমি রংপুর সিটি কর্পোরেশনের সার্ভেয়ার ডেকে এনে জমি মেপে আমার সিমানা বরাবর প্রাচির নির্মান করেছি। এতে কার রাস্তা বন্ধ হলো, তা আমার দেখার বিষয় না।