ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার সালান্দর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে সভা ও প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।
ইউরোপিয়ান ইউনিয়ন এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রকল্পের বাস্তবায়নে সহযোগী সংস্থা হিসেবে রয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও।
এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফজলে এলাহী মুকুট চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং উপজেলা কো-অর্ডিনেটর আতিকা ইসলাম বক্তব্য প্রদান করেন।
এ সময় বক্তরা বলেন, গ্রাম আদালত সেবার মাধ্যমে কোন ধরণের ঝামেলা ছাড়াই বিরোধ ও সমস্যার নিস্পত্তি হচ্ছে৷ এ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মানুষেরা তাদের আইনি সেবা পাচ্ছেন৷ সে কারণে আইনি সেবা ও সমস্যা সমাধানে গ্রাম আদালতে আসার আহ্বান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তাদের৷