ধান কাটার নিম্নমানের যন্ত্র কিনে বিপাকে রংপুরের কৃষকরা

১১ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২:৯ সময়
Share Tweet Pin it
[ধান কাটার নিম্নমানের যন্ত্র কিনে বিপাকে রংপুরের কৃষকরা]

 

মহানগর প্রতিবেদক.

রংপুর বিভাগীয় হারভেস্টার মালিক সমিতির মানববন্ধন গতকাল সকালে রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। সমিতির আহবায়ক কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবুল কালাম, মো. মামুন, আইয়ুব, লিখন প্রমূখ। বক্তরা বলেন, কাজের তুলনায় নষ্টের হার বেশি এবং ভরপুর মৌসুমে কোম্পানীকে পর্যাপ্ত পরিমান টাকা দেওয়ার পরও তারা গাড়ির বিভিন্ন মূল্যমানের গুরুত্ব পূর্ণ যন্ত্রাংশ আমাদেরকে না জানিয়ে চোরের মত খুলে নিয়ে যায়। যার কারণে মৌসুমের গুরুত্ব পূর্ণ সময় গাড়ি বন্ধ থাকে ৫ থেকে ৭ দিন। যে পার্টস অফ সিজনে ৩০০ টাকা একই পার্টস সিজন টাইমে ১৮০০ টাকা। একই ভাবে প্রতিটি পার্টসের মূল্য অধিক হারে বৃদ্ধি করে। এক কথায় কোম্পানির কাছে পার্টসের জিম্মাদার আমরা। কোম্পানির হারভেষ্টার দেওয়ার সময় বলেছিল জাপানি মেশিন কিন্তু তা হলো চজঈ চায়না মেশিন দিয়ে আমাদের সাথে প্রতারিত করেছেন। চায়না মেশিন বাজার জাত মূল্য আমাদের দেশের দাম দাড়ায় ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা। যা আমাদের কাছে নিচ্ছে ৩৮ লক্ষ টাকা এবং তার মধ্যে সরকারি ভর্ততুকি মূল্য আছে ১৪ লক্ষ টাকা। এতে বুঝায় সরকার ও কোম্পানি মিলে আমাদের সাথে কঠিন প্রতারিত করেছে।

আমাদের এই সব দাবি সরকার ও কোম্পানি মেনে না নেয় তাহলে আমরা সকল হারভেষ্টার মালিকগণ সয়ংসম্পূর্ণ রুপে আইনগত ব্যবস্থা নিব। সরকারের উদ্যোগ ছিল কৃষককে যন্ত্র দিয়ে কৃষি বিপ্লব সাধিত করবেন। কিন্তু বাস্তবতায় দূর্নীতি করে কৃষকদেরকে হারভেষ্টার নামক গলার কাটা ঝুলিয়ে দিয়েছেন।