পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

৯ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ৯:৩৪ সময়
Share Tweet Pin it
[পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু]

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোস্তফা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো একজন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার গোগর-সেতাবগঞ্জ-দিনাজপুর সড়কে বৈরচুনা বাজারে এ ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফুল জানায়, উপজেলার বৈরচুনা গ্রামের মোস্তফা ও ইসাহাক মোটরসাইকেল যোগে সেতাবগঞ্জ থেকে বৈরচুনা দিকে আসছিলেন।

অপরদিকে একটি মাইক্রোবাস একই সড়কে সেতাবগঞ্জে দিকে যাচ্ছিল।

 

বৈরচুনা বাজারে উভয় যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মোস্তফার ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হয় চালক ইসাহাক।

তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।