বাংলাদেশ শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বৈষম্যহীন এবং সাম্যের ভিত্তিতে গড়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘যেখানে সুশাসন নিশ্চিত হবে, সে রকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বিএনপি।’
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী সম্মেলন ও চড়ুইভাতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ বৈষম্যহীন শক্তিশালী বাংলাদেশ গড়ার জন্য শিক্ষকসহ সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, ‘জন্মগতভাবে মানুষ সাহসী হয়ে জন্মালেও শিক্ষার মাধ্যমে মানুষ বীরত্বের পরিচয় লাভ করে। মানুষ তাদেরই স্মরণ করে, যারা মানবিক পৃথিবীর জন্য অবদান রেখে গেছেন, শিক্ষকরাই জাতিকে এই শিক্ষা দিয়ে থাকেন।’
এ সময় পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এ এম এম শাহাজাহান চৌধুরী, শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন, পেকুয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার ইব্রাহিম, ফৈয়জুনন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ইউসুফসহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।