দিনাজপুরে র‍্যাবের অভিযানে মাদকসহ শীর্ষ তিন কারবারী গ্রেফতার

৭ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১০:২১ সময়
Share Tweet Pin it
[দিনাজপুরে র‍্যাবের অভিযানে মাদকসহ শীর্ষ তিন কারবারী গ্রেফতার]

দিনাজপুরে ১১৮৮ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টডল ট্যাবলেট সহ ০৩ জন  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩


র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৬ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ সময় সন্ধ্যা ১৮.১৫ ঘটিকায় দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন পার্বতীপুর পৌরসভার অন্তর্গত রেলগেট মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন জনৈক রবিউল এর হোটেলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামীদের মোটরসাইকেল তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ১৭৮৮ পিস নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতঃ আসামী  মোঃ সিদ্দিকুল ইসলাম @ সিদ্দিক (২৬), পিতা- মোঃ শহিদুল্লাহ মুকুল, মাতাঃ সাবিহা বেগম, সাং- ধুলাপাড়া, থানা- পাবর্তীপুর, দিনাজপুর, মোঃ সাকিবুর রহমান @ সাকিব (২১), পিতা- মোঃ আঃ বারী, মাতাঃ মোছাঃ আরজিনা বেগম, মোঃ মোখছেদুল ইসলাম @ মোখছেদ (২৬), পিতা- লুৎফর রহমান, মাতাঃ মুর্শিদা বেগম, উভয় সাং- শ্বাসকান্দর তালতলাপাড়া, থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারীদেরকে ঘটনাস্থল গ্রেফতার করতে সক্ষম হয়।


পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।