নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা। সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীদের এমন ধর্মীয় উৎসবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন হয়ে ওঠে উৎসব মুখর।সকাল দশটায় একযোগে ক্যাম্পাসের ২২টি বিভাগসহ মোট ২৬ টি অস্থায়ী মন্ডপে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এ সময় সনাতন ধর্মালম্বীর শিক্ষার্থীরা উত্তম পোশাক পরিধান করে স্ব-স্ব বিভাগের মন্ডপে উপস্থিত হন। পরেপঞ্চমী তিথিতে ভক্তরা জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় অজ্ঞতার অন্ধকার দূর করে পড়াশোনায় জ্ঞান বিকাশে কল্যাণময়ী দেবীর কাছে প্রার্থনা করেন। সকালে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা ছাড়াও সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি, আলোকসজ্জা করবেন ভক্ত অনুরাগীরা।রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাড়াও কারমাইকেল কলেজেও সরস্বতী পূজা উদযাপন করছেন শিক্ষার্থীরা।